জুন 29, 2024
Latest:
দেশ

গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে সংক্রমিত প্রায় সাড়ে তিন লাখ

এনএফবি, নিউজ ডেস্কঃ

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী তুলনামূলক বিচারে গতকালের চেয়ে একধাক্কায় অনেকটা ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ২৫৪ জন। মৃত্যু হয়েছে ৭০৩ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়েছে ২ লাখ ৫১ হাজার ৭৭৭ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২০ লাখ ১৮ হাজার ৮২৫ জন। গতকাল পর্যন্ত দেশে মোট ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ৯ হাজার ৬৯২ জন।