এনএফবি, জলপাইগুড়িঃ
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের সাথে ছোট গাড়ির মুখোমুখি ধাক্কায় আহত হলো ছোট গাড়ির চালক-সহ ৪ জন। তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বাতাবাড়ি লাটাগুড়িমুখী ৩১ নং জাতীয় সড়কের লাটাগুড়ি ও গরুমারা জঙ্গলের মাঝের রাস্তায়।
জানা যায়, এদিন সন্ধ্যায় প্রতিদিনের মতো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বড়ো বাস যাত্রী নিয়ে জলপাইগুড়ি থেকে মালবাজারের দিকে আসছিল। আসার পথে জঙ্গলে মাঝে রাস্তায় একটি সাপ চলে আসে। ওই সময় বাসটি সাপটিকে বাঁচাতে কিছুটা রাস্তার ধারে চলে যায়। ওই সময় উল্টো দিক থেকে একটি ছোট গাড়ি এসে বাসটিকে সজোরে ধাক্কা মেরে রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে পরে। ধাক্কায় ছোট গাড়িটি দুমড়েমুচড়ে যায়। বাসটি ওই অবস্থায় কোনোক্রমে জঙ্গল থেকে বেরিয়ে চলে আসে বাতাবাড়ি ফার্ম বাজারে। ফার্ম বাজারেই গাড়িতে থাকা সকল যাত্রী নেমে পড়ে। যাত্রী গুলির মাধ্যমে খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়।
খবর পেয়ে দ্রুত এলাকায় আসে মেটেলি থানার পুলিশ।মেটেলি থানার পুলিশ বাস ও ছোট দুইটি গাড়িকে আটক করেছে।