জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

হরিহরপাড়ায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ ,চাঞ্চল্য

এনএফবি, মুর্শিদাবাদঃ

হরিহরপাড়ায় প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠল অভিভাবকদের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটছে, মঙ্গলবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পদ্মনাভপুর হাই মাদ্রাসা স্কুলে।

সূত্র মারফত জানা গেছে , পদ্মানাভপুর স্কুলের আবাসিকে যে সমস্ত ছাত্রীরা থেকে পড়াশোনা করে সেই সমস্ত ছাত্রীরা যখন স্নান করে নিজেদের পোশাক পরিবর্তন করছিল সেই সময় ওই স্কুলেরই স্থানীয় কিছু ছাত্র জানালা দিয়ে উঁকি দেয় ৷ সেই অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক মাইনুল ইসলামকে জানায় ছাত্রীরা। এই ঘটনায় রীতিমতো হোস্টেলের ছাত্রীরা আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছে। সেই মতো মঙ্গলবার অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রের অভিভাবকদের স্কুলে ডেকে বোঝানোর সময় অভিভাবকরা চড়াও হয়ে প্রধান শিক্ষককে বেধড়ক মারধর করতে শুরু করে। মারধর দেখে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ছুটে এসে প্রধান শিক্ষককে উদ্ধার করে। খবর পেয়ে বিডিও এবং থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঐ প্রধান শিক্ষককে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

নিজস্ব চিত্র

অতি সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের একটি স্কুলেও ছাত্রীকে শাসন করতে গিয়ে অভিভাবকদের দ্বারা নিগ্রহের শিকার হন স্কুল শিক্ষিকা। শিক্ষক সমাজে তার রেশ এখনও বর্তমান। এরই মাঝে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় অভিভাবকদের হাতে স্কুলের প্রধান শিক্ষক নিগ্রহ শিক্ষক সমাজে আলোড়ন তুলেছে।

যদিও এই ঘটনায় হরিহারপাড়া থানায় লিখিত অভিযোগ জানাবো বলে জানান প্রধান শিক্ষক মাইনুল ইসলাম।