জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

জীবিত ব্যক্তিকে মৃত প্রতিপন্ন করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ,চাঞ্চল্য মাথাভাঙ্গায়

এনএফবি, কোচবিহারঃ

জীবিত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে নথি জাল করে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের ছোট কেশরিবাড়ি এলাকায়। এনিয়ে ইতিমধ্যেই মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে খতিয়ান ভুক্ত রহিনা বেগম নামে এক মহিলা। বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

রহিনা বেগম বলেন, “আমার স্বামী জীবিত। কিন্তু জীবিত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে আমার নামে থাকা ১৩ শতক জমির জাল কাগজপত্র তৈরি করে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে প্রতিবেশী ৭ জন ব্যক্তি।” এই বিষয়ে ভূমি দপ্তরে মিস কেস সহ মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রহিনা বেগমের স্বামী মহম্মদ হোসেন আহমেদ বলেন, “১৯৮২ সালে স্ত্রীর নামে ১৩ শতক জমি ক্রয় করি। ২০০১ সালে জমিটি খতিয়ান ভুক্ত করা হয়। সেই মোতাবেক রাজ্য সরকারের প্রকল্প কৃষক বন্ধু থেকে পর্যাপ্ত পরিমাণে টাকা পাই। কিন্তু জমি বিক্রি না করেও হঠাৎ করে দেখি কৃষক বন্ধু প্রকল্পের টাকা নেই। ঘটনার বিষয়ে খোঁজখবর নিতে শুরু করলে জানতে পারি প্রতিবেশী ৭ জন ব্যক্তি আমার স্ত্রীর জমির কাগজপত্র জালিয়াতি করে তাদের নামে খতিয়ান ভুক্ত করেছে। ফলে সেই দিনেই ব্লক ভূমি দপ্তরে মিস কেস করা হয় এবং দোষীদের শাস্তির দাবিতে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।”

এই বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্লক ভূমি দপ্তরের আধিকারিকেরও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ।