জুন 29, 2024
Latest:
দেশ

পুরানো পরিসংখ্যান যুক্ত করে দেশে দৈনিক মৃতের সংখ্যা ৪, ১০০

এনএফবি, নিউজ ডেস্কঃ

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬৬০ জন, সুস্থ হয়েছেন ২ হাজার ২৪৯ জন। একইসময়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ১০০ জনের। জানা গেছে, বেশ কয়েকটি রাজ্যের পুরানো পরিসংখ্যান যুক্ত হয়ে আজকের এই তথ্য।

বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৬ হাজার ৭৪১ জন। আজ পর্যন্ত দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা ৪ কোটি ২৪ লক্ষ ৮০ হাজার ৪৩৬ জন। করোনা থাবায় দেশে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২০ হাজার ৮৫৫ জন। আজ পর্যন্ত মোট ১৮২ কোটি ৮৭ লক্ষ ৬৮ হাজার ৪৭৬ ডোজ করোনা টিকাকরণ হয়েছে।