এনএফবি, মুর্শিদাবাদঃ
রবিবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে আইপ্যাক বিষয়ে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তৃণমূল কংগ্রেস নিজের দুর্বলতা ঢাকতে একুশের বিধানসভা ভোটের সময় আইপ্যাকের ওপর নির্ভর করতে চেয়েছিল বলে তিনি জানান।
তাঁর মতে, “আইপ্যাক একটি পেশাগত সংস্থা। রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ যদি আইপ্যাক তৈরি করে দেয়, তাহলে আর রাজনৈতিক দল করার মূল্য কি থাকলো! স্বাভাবিকভাবেই কোন একটা সার্ভে করার জন্য কাউকে নেওয়া যেতে পারে, কিন্তু তার ওপরে নির্ভর করে একটা নির্বাচন পার হওয়ার মানসিকতা যে তৃণমূলের তৈরি হয়েছিল সেই মানসিকতা থেকেই আইপ্যাকের এত রমরমা বাংলায়।” কয়েকশো কোটি টাকা এর পিছনে খরচ করা হচ্ছে। সেই কয়েকশো কোটি টাকা খরচ করে বাংলার বেকার যুবকদের অনেক কিছু করা যেত বলে অধীর বাবুর মত। বাংলার সংস্কৃতিকে ধরে রাখতেই একুশের বিধানসভা ভোটে জয়ী হয়েছে তৃণমূল বলে দাবি বহরমপুর সাংসদের।