জুলাই 5, 2024
Latest:
জেলা

পূর্ব মেদিনীপুরে পুর নির্বাচন ঘিরে প্রশাসনিক বৈঠক

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

কোভিডের কারণে মেয়াদ শেষ হয়ে যাওয়া অনেক পুরসভায় নির্বাচন করা সম্ভব হয়নি। কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দুটি পর্যায়ে পুর নির্বাচন করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

দ্বিতীয় পর্যায় অর্থাৎ ২৭ শে ফেব্রুয়ারি পুর নির্বাচনে রাজ্যের অন্যান্য পুরসভার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পুরসভা তমলুক, কাঁথি ও এগরায় নির্বাচন হবে। পুর নির্বাচন নিয়ে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ে পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) দিব্যা মুরুগেসান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হেডকোয়ার্টার) এম এম হাসান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ট্রাফিক) শ্রদ্ধা এন পান্ডে সহ প্রশাসনিক আধিকারিকরা বৈঠক করেন।

পূর্ব মেদিনীপুর জেলায় তিনটি পুরসভার পুর নির্বাচন হবে আগামী ২৭ শে ফেব্রুয়ারি। তাম্রলিপ্ত পুরসভা, কাঁথি পুরসভা এবং এগরা পুরসভা পুর নির্বাচন যাতে শান্তিপূর্ণ ভাবে করা হয় তার জন্য এদিন বৈঠকের আয়োজন করা হয়। তমলুকে ২০ টি, কাঁথি ২১ টি, এগরা ১৪ টি ওয়ার্ড রয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে মনোনয়ন জমা, প্রত্যাহার ও বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। কোভিড বিধি মেনে নির্বাচন প্রক্রিয়া করা হবে বলে প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে