জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

শালবনীর কর্ণগড়ে উদ্ধার পূর্ণবয়স্ক হরিণ

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ১০ অঞ্চলের কর্ণগড় গ্রামে বৃহস্পতিবার সকালে একটি পূর্ণবয়স্ক হরিণ ঢুকে পড়ে।

এরপর গ্রামবাসিরা তাকে বেঁধে রাখে, এবং ভাদুতলা বনবিভাগের আধিকারিকদের খবর দেওয়া হয়। তবে সকালে ঐ পূর্ণবয়স্ক হরিণটিকে দেখতে ভিড় জমায় গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে বনদপ্তর আধিকারিকরা সেখানে পৌঁছায় এবং ঐ হরিণটিকে উদ্ধার করে। জানা যায়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পর হরিণটিকে পুনরায় ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।

প্রসঙ্গত মাঝে মধ্যেই জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে হরিণ লক্ষ্য করা যায় , মূলত খাবারের সন্ধানেই গ্রামে ঢুকে পড়ে ঐ পূর্ণবয়স্ক হরিণটি, এমনটাই বনদপ্তরের আধিকারিকরা প্রাথমিক অনুমান করছে।

আরও পড়ুনঃ সাত সকালে দাঁতাল হাতির তাণ্ডব, চাঞ্চল্য