এনএফবি, মুর্শিদাবাদঃ
ভোট দিতে যাবার পথে আক্রান্ত কংগ্রেস কর্মী। ধুলিয়ান পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ভোট দিতে যাচ্ছিলেন কংগ্রেস কর্মী জামিরুল ইসলাম। সেসময় তাকে তৃণমূলে ভোট দেওয়ার জন্য নির্দেশ দেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, সমস্ত মহিলা ও পুরুষদেরও তৃণমূলকে ভোট দেওয়ার নির্দেশ দিচ্ছিলেন তৃণমূল নেতারা। সেসময়ই প্রতিবাদ করলে কংগ্রেস কর্মী জামিরুলকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশের সামনে মারধর করা হলেও কোনোরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেই অভিযোগ কংগ্রেস কর্মীর।