অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
এশিয়ান কাপের যোগ্যতা পর্বের ম্যাচে নাটকীয় জয় ভারতের। শেষ পাঁচ মিনিটে তিন-তিনটি গোল! শেষ পযর্ন্ত আফগানিস্তানকে ২-১ গোলে হারাল ভারত। ভারতের হয়ে গোল দুটি করেছেন সুনীল ছেত্রী ও সাহাল আব্দুল সামাদ।প্রথম ম্যাচে আফগানিস্তান-কে ২-১ গোলে হারিয়ে দেওয়ার পর শনিবার কম্বোডিয়া-কে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে হংকং ২০২৩ এফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে গ্রুপ ডি-র শীর্ষে চলে যাওয়ায় আফগানিস্তান-এর বিরুদ্ধে ম্যাচ জিততেই হত ইন্বিয়ান ফুটবল টিম -কে। না হলে ২০২৩ এফসি এশিয়ান কাপ এর যোগ্যতা অর্জন করার লড়াই অত্যন্ত কঠিন হয়ে যেত। সে কথা মাথায় রেখেই ম্যাচের শুরু থেকে গোলের জন্য ঝাঁপান সুনীল ছেত্রী, মনবীর সিং-রা। কিন্তু তাঁরা একের পর এক সুযোগ নষ্ট করায় প্রথমার্ধের খেলা শেষ হয় গোল শূন্য ভাবে। এরপর দ্বিতীয়ার্ধেও একাধিক সহজ সুযোগ নষ্ট করেন সুনীল ছেত্রী,ব্রান্ডন ফের্নান্দেস-রা। তবে ৮৫ মিনিটে ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করে দলকে এগিয়ে দেন সেই সুনীল ছেত্রী। International Football-এ তাঁর ৮৩ গোল হয়ে গেল। কিন্তু এরপরেই গোল শোধ করে দেয় আফগানিস্তান। গোটা বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন যখন ধরে নিয়েছে ম্যাচ ড্র হচ্ছে, ঠিক তখনই অসাধারণ গোল করে জয় এনে দেন সাহাল আবদুল সামাদ। ফলে ২-১ গোলে জয় পায় Indian Football Team। এখন হংকং ও ভারত-র ২ ম্যাচে পয়েন্ট ৬। এই গ্রুপের বাকি দুই দল কোনও পয়েন্ট পায়নি। ফলে মঙ্গলবার, ১৪ জুন গ্রুপের শেষ ম্যাচে হংকং-এর কাছে না হারলেই Indian Football Team-এর 2023 AFC Asian Cup-এর যোগ্যতা অর্জন করার সম্ভাবনা উজ্জ্বল। গোলপার্থক্যে এগিয়ে থাকায় এখন গ্রুপ ডি-র শীর্ষে Hong Kong। ফলে সরাসরি 2023 AFC Asian Cup-এর যোগ্যতা অর্জন করতে গেলে শেষ ম্যাচে Indian Football Team-কে জিততেই হবে। কারণ, ৬টি গ্রুপের শীর্ষ স্থানাধিকারী দলগুলি সরাসরি মূলপর্বে চলে যাবে। ৬টি গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা সেরা পাঁচটি দলও মূলপর্বের যোগ্যতা অর্জন করবে। ফলে দ্বিতীয় স্থানে থাকলে অন্য গ্রুপগুলির ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতীয় ফুটবলার-দের। সুনীল ছেত্রী-রা যদি হংকং -কে হারিয়ে দেন, তাহলে কিছু ভাবারই দরকার হবে না।