জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

ভারত পাক খারাপ সম্পর্কর জন্য মোদীকে দায়ী করলেন আফ্রিদি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ভারত -পাকিস্তান সম্পর্ক খারাপ হওয়ার জন্য এবার নরেন্দ্র মোদী সরকারকে একহাত নিলেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। এদিন আফ্রিদি এক সাক্ষাৎকারে বলেন,”আমার মনে হয় যে মোদি সরকার আসার পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে। যখন এর আগে অন্যান্য সরকার ছিল তখন এতটা খারাপ ছিল না।“
গত কয়েক বছরে সার্জিকাল স্ট্রাইকের মতো লড়াই হয়েছে দুই দেশের।
বারবার পাকিস্তান ক্রিকেট বোর্ড দুই দেশের সিরিজ খেলতে বললেও ভারতীয় বোর্ড ভারত সরকারের দিকে বল ঠেলে দিয়েছিল আর ভারত সরকারের স্পষ্ট বক্তব্য পাকিস্তানের আক্রমণ হিংসা শেষ না হলে দুই দেশের ক্রিকেট সম্ভব নয়
ভারত-পাকিস্তানের শেষ দ্বিপাক্ষিক সিরিজ ২০১২ তে হয়েছিল। তখন পাকিস্তান টিম ভারতের সফরে এসেছিল।
দুই দেশের রাজনৈতিক অশান্তির কারণে যার পরে দুই দেশের মধ্যে কোনও রকম সিরিজ হয়নি। দুইটি দল সব সময় আইসিসি টুর্নামেন্ট একে অপরের মুখোমুখি হয়। তাছাড়া আর কোনও ভাবে দেখা হয় না ।
শেষবার ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল গত বছর টি২০ বিশ্বকাপে। সেবারই প্রথম বিশ্বকাপ মঞ্চে ভারতকে হারায় পাকিস্তান। ১০ উইকেটে বাবর আজমদের কাছে পরাস্ত হয় বিরাট কোহলিরা। এই বছর ২০২২এর ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আর সেই ম্যাচের ৩ মাসেরও বেশি আগে সাধারণ টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
পর্যটন অস্ট্রেলিয়া জানিয়েছে, “এখনও পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্যের উপর ভিত্তি করে বলতে পারি আমরা আমাদের প্যাকেজের ৪০ শতাংশ ভারতে, ২৭ শতাংশ উত্তর আমেরিকায়, ১৮ শতাংশ অস্ট্রেলিয়ায়, ১৫ শতাংশ ব্রিটেনে এবং বাকি বিশ্বে বিক্রি করেছি। মেলবোর্নের হোটেলগুলির রুম ইতিমধ্যে বুক হয়ে গিয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের জন্য মেলবোর্নে প্রায় ৪৫-৫০ হাজার ভক্ত আসবেন বলে আশা করা হচ্ছে।”
গত বছরের হারের হারের বদলা নিতে মরিয়া থাকবে টিম ইন্ডিয়া।
যদিও এর আগে এশিয়া কাপে আগামী ২৮ আগস্ট মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান । এখনও সূচি না ঘোষণা হলেও ভারত-পাকিস্তান এক গ্রুপেই পড়তে পারে বলে খবর । সেক্ষেত্রে ২৮ আগস্ট তাদের ম্যাচ হবে। দুই গ্রুপ থেকে দুইটি করে দল সুপার চারে পৌঁছবে। সেখানেও প্রত্যেকে বাকি তিন দলের মুখোমুখি হবে। এরপর ফাইনাল মিলিয়ে মোট ১৩টি ম্যাচ খেলা হতে পারে মূলপর্বে। সেক্ষেত্রে ভারত-পাকিস্তান ফাইনালে পৌঁছলে তিনটি ম্যাচ খেলতে হতে পারে তাদের। শ্রীলঙ্কায় আয়োজন হওয়ার কথা এশিয়া কাপের, সেই দেশের অর্থনৈতিক অবস্থার জন্য সেখানে টুর্নামেন্টে হওয়া অনিশ্চিত।