জুলাই 3, 2024
Latest:
জেলাফিচার

কালবৈশাখীর পর এবার শিলা বৃষ্টি উত্তরবঙ্গে

এনএফবি, আলিপুরদুয়ারঃ

পয়লা বৈশাখে দক্ষিণবঙ্গে খটখটে রোদ থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি ভিজিয়েছে শহর। গরমের তাপদাহে নাজেহাল অবস্থা হলেও গত বৃহস্পতিবারের কালবৈশাখী ঝড়ের পর শনিবার বিকেলে প্রচন্ড শিলা বৃষ্টি হয় আলিপুরদুয়ার জেলার বেশ কয়েকটি জায়গায়।

বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শুরু হয় শিলা বৃষ্টি।শিলাবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার- এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দু-এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা থাকছে।

এদিকে, রবিবার ঝড়জলের কারণে সমস্যাও তৈরি হয়। মেঘে ঢেকে যায় শহরের বিভিন্ন অংশ। দিনের বেলায় তৈরি হয় নিকষ কালো অন্ধকার।