জুলাই 3, 2024
Latest:
ফিচাররাজ্য

কন্যাশ্রীর পর কিশোরদের জন্য রাজ্য সরকারের নতুন উদ্যোগ বন্ধুমহল

এনএফবি, ওয়েব ডেস্কঃ

কন্যাশ্রীর পর রাজ্যের কিশোরদের নিয়েও নতুন ভাবে ভাবছে পশ্চিমবঙ্গ সরকার। শৈশব থেকে কৈশোরে পা রাখার সময়ে অথবা সদ্য গোঁফের রেখা ওঠার বয়ঃসন্ধিতে ছেলেদের শারীরিক থেকে মানসিক নানান পরিবর্তন লক্ষ্য করা যায়। যা সবসময় সবাইকে বলে উঠতে পারেনা তারা আর এই জন্য নানান সময়ে সৃষ্টি হয় নানা বিধ সমস্যা।

বাল্যবিবাহ রোধ সহ একাধিক বিষয়ে কিশোরীদের সচেতন করে তাদের শিক্ষায় উৎসাহ দিতে তৈরি হয়েছিল কন্যাশ্রী ক্লাব। ইতিমধ্যেই রাজ্যের কয়েক লক্ষ ছাত্রী এই প্রকল্পের সুবিধাভোগী। এবার বয়ঃসন্ধির কিশোরদের জন্যও তৈরি হচ্ছে ক্লাব। ছেলেদের মানসিক, শারীরিক নানান সমস্যা যাতে তারা নিঃসঙ্কোচে শেয়ার করতে পারে এবার তার উদ্দেশ্যেই স্কুলে স্কুলে তৈরি হচ্ছে ‘বন্ধুমহল’ ।

সম্প্রতি ,পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসনের তরফ থেকে ওই জেলার বিভিন্ন স্কুলে ‘বন্ধু মহল‘ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এই ক্লাবের সদস্য এবং পড়ুয়াদের মানসিক শারীরিক বিভিন্ন অবস্থার দেখভাল করা হবে, শেখানো হবে নিয়মানুবর্তিতা, আচরণবিধি। ছাত্রদের বয়ঃসন্ধিকালীন নানান সমস্যাকে অগ্রাধিকার দেবে ‘বন্ধুমহল’ বলেই জানা গেছে ৷