জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

মাঙ্কিগেটের পরে আইপিএলে সতীর্থ হরভজনকে জড়িয়ে ধরেন সাইমন্ডস

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

২০০৮ সালে সিডনি টেস্টে হরভজন সিং ও অস্ট্রেলিয়ার অল রাউন্ডার আন্ড্রু সাইমন্ডসের মাঙ্কিগেট কান্ড ক্রিকেট বিশ্ব তে চিরচর্চার বিষয়। তবে ২০১৩ সালে আইপিএল (IPL) -এ সাইমন্ডস এবং হরভজন একই দলে মুম্বই ইন্ডিয়ানস দলের হয়ে খেলেন। এবং সেখানেই তাঁদের দুজনের ঝামেলা শেষ হয়। একে ওপরকে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নেন ।
এক সাক্ষাৎকারে হরভজন জানান, “আমরা যখন চণ্ডীগড়ে ছিলাম তখন একটা ঘটনা মনে পড়ে গেল। মুম্বইয়ের হয়ে একটা ম্যাচ খেলি এবং ম্যাচটায় আমরা জয় পাই, আমরা আমাদের ওখানে একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম। সেখানে আমি ও সাইমন্ডস আমরা প্রথমবারের মতো জড়িয়ে ধরে একে অপরের কাছে ক্ষমা চেয়েছিলাম। আমরা অনুভব করেছি যে সমস্যাটি আরও বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করা যেতে পারে। আমাদের দুজনেরই দুঃখ হলো। মুম্বই ইন্ডিয়ানস দলের আমার অনেক বন্ধু সেই মুহূর্তের ছবি ক্লিক করে রেখে দিয়েছে।”
এরপরে ভাজ্জি জানান,“যখন মুম্বই সাইমন্ডসকে দলে নেয় , তখন আমার মাথায় প্রথম চিন্তাটি এসেছিল – ‘কেন তারা ওকে দলে নিলো? আমরা (হরভজন এবং সাইমন্ডস) কীভাবে একসাথে থাকব?’ কিন্তু যখন এমআই ড্রেসিংরুমে ও প্রবেশ করল, অ্যান্ড্রু ছিলেন সম্পূর্ণ আলাদা একজন মানুষ। আমি ভেবেছিলাম ও আমার মতই রেগে থাকবে। আসলে আমরা রাতে একসাথে খেতাম আর একসাথে বসে থাকতাম। আমার এবং সাইমন্ডসের মধ্যে বিতর্ক মিডিয়া একটু বাড়িয়ে দেয়। যখন আমরা দেখা করি, আমরা কখনই অনুভব করিনি যে আমাদের মধ্যে এমন কোনও শত্রুতা ছিল।”
২০০৮ সালে সিরিজে অস্ট্রেলিয়ান দলের অধিনায়ক ছিলেন রিকি পন্টিং। ২০১৩ পরে বর্তমান মুম্বই অধিনায়ক রোহিত শর্মাকে তারা ক্যাপ্টেন করে সেই মরশুমে চ্যাম্পিয়ন হয় মুম্বই। হরভজন সেই স্মৃতিতে গিয়ে বলেন “সবাই জানে যখন আমরা ক্রিকেট মাঠে প্রতিপক্ষ ছিলাম তখন কী হতো। কিন্তু যখন তিনি একসঙ্গে খেলতে শুরু করেন তখন পরিস্থিতি বদলে যায়। আমরা একসাথে বসেছিলাম, আমরা আগে ঘটে যাওয়া জিনিসগুলি নিয়ে কথা বলতাম। পন্টিং আমার সাথে বসে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করেছিলেন কারণ আমিও দলের একজন সিনিয়র সদস্য ছিলাম। আমরা আমাদের অতীতকে পিছনে রেখেছিলাম এবং IPL মুম্বাইকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্পূর্ণ মনোযোগ দিয়েছিলাম।”