জুলাই 8, 2024
Latest:
ক্রীড়াফিচার

রোহিতের পরে এবার বিরাটের চোট চিন্তায় রাখছে ভারতকে

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের আগে ফের চিন্তা ভারতীয় শিবিরে। রোহিত শর্মার পর এবার অনুশীলনে চোট পেলেন বিরাট কোহলি। নেটে অনুশীলনের সময় তিনি থাইতে চোট পান। এরপর আর তিনি আর অনুশীলন করেননি। নেট ছেড়ে বেরিয়ে যান। আগের দিন থ্রো ডাউনের সময় চোট পান রোহিত শর্মা। বর্তমানে সেরা ফর্মে রয়েছেন বিরাট কোহলি। তিনি চলতি টি-২০ বিশ্বকাপে সবথেকে বেশি রান করেছেন। পাঁচটা ম্যাচে তিনি করেছেন ২৪৬ রান। গড় ১২৩ ও স্ট্রাইক রেট ১৩৮.৯৮।

মিডল অর্ডারে বিরাট কোহলি ও সূর্যকুমারের জুটির উপর ভর করে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ভারত।নেটে অনুশীলনের সময় হর্ষল প্যাটেলের একটি বল গিয়ে বিরাটের থাইতে লাগে। বলটা ঠিকমত টাইমিং করতে পারেননি তিনি। এরপরেই তাঁকে যন্ত্রণায় নেট থেকে সরে যেতে দেখা যায়। দলের ফিজিও এসে বিরাটের প্রাথমিক শুশ্রষা করেন। কিন্তু বিরাট তারপর আর বেশিক্ষণ নেটে থাকেননি। তিনি উঠে যান। বিরাটের চোট কতটা গুরুতর তা জানানো হয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। তবে বেশ চিন্তায় ভারতীয় সমর্থকরা।