জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

সাত বছর পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেল দোকান

এনএফবি,জলপাইগুড়িঃ

২০১৫ সালের ৭ই মে, রাতের ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গিয়েছিলো ১৩২ টি দোকান ৷ এক প্রকার হাহাকার পড়ে গিয়েছিলো জলপাইগুড়ির ব্যবসায়ী মহলে ৷ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তা এবং জলপাইগুড়ি পুরসভার সহায়তায় নির্মিত নতুন মার্কেট কমপ্লেক্সে দোকান ঘর বন্টন করা হল ৷

এই প্রসঙ্গে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানান, সেই রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের মধ্যে আজ দোকান বন্টন করার কাজ শুরু হল ৷
 
অপরদিকে দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক জানান , পুনরায় দোকান ঘর পাওয়ায় রাজ্য সরকার কে অভিনন্দন জানাই।

অপর এক ব্যবসায়ীও দোকান ঘর বন্টন প্রক্রিয়া শুরু হওয়ায় খুশি প্রকাশ করেন। উত্তর বঙ্গ উন্নয়ন পর্ষদের মন্ত্রী সাভিনা আসমিন বলেন ব‍্যবসায়ীরা এখন খুবই খুশি নতুন দোকান ঘর পেয়ে।উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ার পার্সন থেকে বিধায়ক, মন্ত্রী ও ব্যবসায়ী সকলেই ৷