জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

সৌরভের পর বাংলা থেকে রেকর্ড দরে মুকেশ কুমার

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

বাংলা থেকে উঠে আসা তরুণ পেসারদের মধ্যে নজর কেড়েছেন মুকেশ কুমার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ না পাওয়া মুকেশ কুমারকে ৫.৫০ কোটি টাকায় দলে তুলে নিল দিল্লি ক্যাপিটলস। ২০১৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হলেও মুকেশ কুমার এই বারই প্রথম আইপিএল-এ দল পেলেন।

এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ৭.২০ ইকোনমি রেটে ২৩ ম্যাচে ২৫ উইকেট সংগ্রহ করেন মুকেশ। বেশ কয়েক দিন ধরেই ভারতীয় এ দলের সঙ্গে যুক্ত রয়েছেন মুকেশ কুমার। দেখার বিষয় হবে মুকেশ কুমার এ বার আইপিএল-এর দলে সুযোগ পেলেও দিল্রি ক্যাপিটলসের প্রথম একাদশে সুযোগ পান কি না। দিল্লি ক্যাপিটালস তাঁকে প্রথম একাদশে সুযোগ দিলে বাংলার ক্রিকেটে মহম্মদ শামির উত্তরসূরি কার্যকরী ভূমিকা নিতে পারেন মিডল ওভারে।

মুকেশ কুমারকে ব্যবহার করার ক্ষেত্রে ঋষভ পন্থকে দক্ষ অধিনায়কত্বের পরিচয় দিতে হবে কারণ আইপিএল-এর মঞ্চে এখনও পরীক্ষিত নন মুকেশ। তিনি বিশ্বের সেরা ক্রিকেটারদের সামনে কেমন পারফর্ম করতে পারেন সেই দিকে নজর রাখতে হবে। ফলে প্রথম দিকে অনেকটা বুঝেই ব্যবহার করতে হবে মুকেশ কুমারকে। এমনিতে বাংলা দলের নিয়মিত বোলার মুকেশ এবং রঞ্জি ট্রফিতে পরের পর মরসুমে নিজের ছাপ ফেলেছেন। ইন্ডিয়া এ-এর জার্সিতেও দারুণ ভাবে নিজের প্রতিভার বিচ্ছূরণ ঘটিয়েছেন ২৯ বছর বয়সী পেসার।