জুলাই 5, 2024
Latest:
রাজ্যলেটেস্ট

তিন বছর পর নতুন উদ্যমে কলকাতা ম্যারাথন

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

করোনা মহামারি কাটিয়ে তিন বছর পরে হ্যাশট্যাগ নতুন জোশ নতুন রান (#NotunJoshNotunRun) স্লোগানে পৌষের ভোরে দৌড়াল কলকাতা। রবিবার শীতের সকালে টাটা গোষ্ঠীর উদ্যোগে কলকাতা ম্যারাথনে হাজির ১৫ হাজার প্রতিযোগী। বিভিন্ন বিভাগে অংশ নেন।
এবার পুরস্কার মূল্য ছিল এক লক্ষ মার্কিন ডলার।

ভারতীয় অ্যাথলিটদের পাশাপাশি বহু বিদেশি অ্যাথলিটও এই ম্যারাথনের অংশ নেন।

ভারতীয় আথলিটদের ২৫ কিমি বিভাগে ইন্ডিয়ান এলিট ক্র্যাউনসে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন অভিষেক পাল৷ আর মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন সঞ্জীবনি যাদব।আর বিদেশীদের মধ্যে ২৫ কিমি পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন গতবারের চ্যাম্পিয়ন কেনিয়ার লিওনাড বারসোটন আর মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন জিসা রিরাইট।

এ দিন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ফ্ল্যাগ অফ করে অনুষ্ঠানের সূচনা করেন। এছাড়া অলিম্পিকে সোনাজয়ী অভিনব বিন্দ্রা-সহ ক্রিকেটার ঝুলন গোস্বামী, মন্ত্রী সুজিত বসু, বিধায়ক দেবাশিস কুমার ছিলেন। পরের বার টাটা গোষ্ঠী আরও বড় করে কলকাতায় ম্যারাথন করতে চায়।

YouTube player