জুলাই 5, 2024
Latest:
জেলা

দীর্ঘ দুবছর পর রথের রশিতে টান দিয়ে শতাব্দী প্রাচীন মহিষাদলে রথযাত্রার সূচনা

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

আজ রথযাত্রা,দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২ বছর পরে মহিষাদলের রথের দড়িতে টান পড়তে চলেছে ।

প্রায় ২৪৭ বছরের এই সুপ্রাচীন রথযাত্রার একটি বৈশিষ্ট্য হলো এখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রথে ওঠেন না, মহিষাদল রাজবাড়ির কুলদেবতা গোপাল জিউ এবং জগন্নাথ দেবকে রথে চড়িয়ে মহিষাদল রথতলা থেকে জগন্নাথ দেবের মাসীর বাড়ি মহিষাদল গুন্ডিচাবাতি পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা রথ টেনে নিয়ে যাওয়া হয় ৷ রথযাত্রার দিন সকালে মহিষাদল রাজবাড়ির কুল দেবতা গোপাল জিউর মন্দির থেকে গোপাল জিউকে রথ অবধি আনা হয় এবং রথে অধিষ্ঠিত করা হয়, এরপর ঠিক ২:৫৯ মিনিটে রথের রশিতে টান দিয়ে রথ যাত্রার শুভ সূচনা করা হল ৷