এনএফবি,স্পোর্টস ডেস্কঃ
আইএফএর সঙ্গে ফের সম্মুখ সমরে নেমে গেলো মোহনবাগান ক্লাব। তারা স্পষ্ট করে দিলো যে তাঁদের বকেয়া ৫৯ লাখ টাকার সমস্যা না মিটলে তারা কলকাতা লিগে মাঠে নামবে না।
এদিন সাংবাদিক সম্মেলন করে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানালেন,আমরা ২০ জুলাই শেষ চিঠি দিয়েছিলাম আমাদের বকেয়া নিয়ে কিন্তু কোনো স্পষ্ট উত্তর পাইনি। আইএফএ পক্ষ থেকে দুজন সহ সভাপতি এসেছিলো স্বরূপ বিশ্বাস আর সৌরভ পাল। ওরা বলে গেল যে ওদের কোনো ক্ষমতাই নেই। আমরা ভদ্রতার খাতিরে চা ফিশ ফ্রাই খাওয়াই। আমার মনে হয় আইএফএ সচিব (অনির্বাণ দত্ত ) দায়িত্ব থেকে পালিয়ে যাচ্ছেন। দায়িত্ব থেকে পালানো এমন সচিব আইএফএতে আমি দেখিনি।’ নতুন সচিব হওয়া অনির্বাণ দত্তর উপর এটা চাপ সৃষ্টি করা নয় কি!দেবাশিস দত্ত জানালেন, আমরা ২০১৯ সালে শেষবার কলকাতা লিগে খেলি তখন থেকে আমাদের বকেয়ার কথা বলে আসছি। জয়দীপ মুখার্জী তখন চেয়ারে ছিলেন। এরপর করোনা এলো দুই বছর কলকাতা লিগে আমরা নামিনি আইএফএর আমাদের দরকার ছিল না। বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না। এখন ওদের আমাদের দরকার তাই কাঁদছি। আর আমাদের ভেন্ডরের এতো টাকা বকেয়া হয়ে আছে আমরা নিরুপায়। আমরা আমাদের কোচকে বলে দেব এই মাসটা দেখব তারপর আর টাকা না পেলে কলকাতা লিগ খেলব না। ডুরান্ড কাপ এএফসি কাপ খেলে একেবারে আইএসএলে মাঠে নামবো।’ আসলে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস সব অনুষ্ঠানে আমাদের কলকাতা লিগে খেলার জন্য চাপ দিচ্ছে তাই আসল কারণ গুলো প্রকাশ করলাম।’
এই বিষয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্তর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা এই মাসের ৩০ তারিখের মধ্যেই মোহনবাগানের অনেকটা টাকা মিটিয়ে দেব। আসলে আমাদের স্পনসর এখনও ফাইনাল হয়নি। কয়েকদিনের মধ্যে হয়ে যাবে ৩০ তারিখের মধ্যেই ওদের বকেয়া মিটিয়ে দেব। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান সবাইকেই দরকার বাংলা ফুটবলের।’ ফিফা নিউজ স্পনসর হিসেবে কিছু মানুষের চাপে বিদায় নিয়েছে। এতো তাড়াতাড়ি কীভাবে স্পনসর আসবে আইএফএতে সেটা কেউ জানে না।