জুলাই 5, 2024
Latest:
জেলা

জাভেদ মহম্মদের মুক্তির দাবিতে আন্দোলন কোচবিহারে

এনএফবি,কোচবিহারঃ

উত্তরপ্রদেশের প্রয়াগরাজের জাভেদ মহম্মদের মুক্তির দাবি ও বুলডোজার দিয়ে বাড়িতে হামলা চালানোর প্রতিবাদে কোচবিহার ডিএম অফিসে ডেপুটেশন দিল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। মঙ্গলবার কোচবিহার জেলা কমিটির নেতৃত্বে ওই ডেপুটেশন দেওয়া হয়।এদিন তারা স্টেশন চৌপতি থেকে একটি মিছিল করে কোচবিহার ডিএম অফিসে এসে এই ডেপুটেশন জমা দেয়। জেলা শাসকের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে ডেপুটেশন দেয় তারা।

এদিন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কোচবিহার জেলা সভাপতি খাজিমুল ইসলাম জানান,”ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় নেতা উত্তরপ্রদেশের প্রয়াগরাজের জাভেদ মহম্মদ, তার প্রতিবাদী কন্যা ফ্র্যাটার্নিটি মুভমেন্ট অফ ইন্ডিয়া-র কেন্দ্রীয় সম্পাদিকা জে.এন.ইউ. বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফরীন ফতেমা সহ তার মা-বোন অন্যায়ভাবে বিনা নোটিশে যোগী পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরের দিন সকালেই তাঁদের বসতবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।সেই বাড়ি যাতে নতুন করে বানিয়ে দেওয়া হয় এবং তাঁদের মুক্তির দাবিতে জেলা শাসকের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে ডেপুটেশন দিলাম।”