জুলাই 5, 2024
Latest:
ফিচারস্থানীয়

চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

২০১৭ সালে প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে সাড়ে চার লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে গঙ্গারামপুরের কিছু বাসিন্দাদের বিরুদ্ধে। এই মর্মে ২০১৭ সালের পর ২০২০ সালে প্রতারিত অভিভাবক গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তদন্ত শুরু করে পুলিশ প্রাথমিকভাবে চারজনকে গ্রেপ্তার করেছিল। এরপর তদন্ত আরও এগোলে গতকাল উত্তর ২৪ পরগনা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একদিকে যখন প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে সেই সময় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগে শুধু উত্তর ২৪ পরগনা থেকে গ্রেপ্তার হওয়ার ঘটনা এটা প্রমাণ করছে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্রের জাল বহুদূর বিস্তৃত। অভিযুক্তকে মঙ্গলবার সকালে বুনিয়াদপুর আদালতে তোলা হয়। পুলিশ তদন্তের স্বার্থে আরও সাত দিনের পুলিশ হেফাজতের দাবি করেছে কোর্টের কাছে ।

সরকারী আইনজীবী প্রতুল মৈত্র

অভিযোগ, শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে দক্ষিণ দিনাজপুরে বেকার ছেলেমেয়েদের কাছ থেকে টাকা তুলছিল একটি চক্র। এব্যাপারে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি। সিআইডি সূত্রের খবর, গতবছর ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের জেরা করে দিন কয়েক আগে বালুরঘাটের রাজা ঘোষ ও রায়গঞ্জের সঞ্জয় জোশ নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাঁদের জেরা করে প্রতারণা চক্রের মাথাদের অন্যতম রাজীবলাল ধরের হদিশ পায় সিআইডির তদন্তকারী আধিকারিকরা। এর পরেই নিউটাউন এলাকায় আত্মগোপন করে থাকা রাজীবলাল ধরকে গ্রেপ্তার করা হয় এবং তদন্তের অগ্রগতির জন্য মঙ্গলবার আসামীকে তোলা হয় বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতে।১৪ দিনের পুলিশ রিমান্ডের জন্য আবেদন করলে আদালত ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।