জুলাই 3, 2024
Latest:
স্থানীয়

অবৈধভাবে সরকারি স্কুলের খেলার মাঠের মাটি কাটার অভিযোগ

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

সরকারি স্কুলের খেলার মাঠের মাটি কেটে অবৈধ ভাবে দখল নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ, চলতি মাসের এক তারিখ সৈয়দ হসরত আলী নামে এক ব্যক্তি জেসিবি মেশিন ও তিনটি ট্রাকটার এনে স্কুলের মাঠ থেকে অবৈধভাবে মাটি তুলতে শুরু করেন।  গ্রামবাসীরা তাঁকে মাটি কাটতে বাধা দেন। দু’বছর আগেও ওই ব্যক্তি একইভাবে স্কুলের দক্ষিণ দিকের বেশ কিছুটা অংশের মাটি কেটে নেয় বলে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ। কর্তৃপক্ষ জানিয়েছে, দলিল অনুযায়ী ইসলামপুর মৌজায় ৭৩ শতকের মধ্যে ৪০ শতক জায়গা স্কুলের নামে রয়েছে। কিন্তু অভিযুক্ত ব্যক্তি স্কুলের ১৬ শতক জায়গা নিজের নামে রেকর্ড করে নেয়। এইনিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়ে স্কুল কর্তৃপক্ষ প্রায় ২৫০ জন গ্রামবাসীর সই নিয়ে ডেবরা থানায় অভিযোগ জমা দেয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নেমেছে।