এনএফবি,জলপাইগুড়িঃ
তৃণমূলের প্রভাবশালী বিধায়কের বিরুদ্ধে ওঠা বধূ নির্যাতনের অভিযোগকে পাত্তা দেয়নি পুলিশ, এবার বধূ নির্যাতন, হত্যার চেষ্টা সহ যৌতুক আইনের ধারায় দ্রুত মামলা রুজু করে তদন্তের রিপোর্ট জমা দিতে বললো আদালত।
শ্বশুর প্রভাবশালী বিধায়ক। তাই গার্হস্থ্য হিংসার শিকার হয়েও সুবিচার পাননি। এবার আদালতের দ্বারস্থ রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের কনিষ্ঠ পুত্রবধূ পিঙ্কি রায়। আদলত তাকে সুবিচার পাইয়ে দেবে বলেই আশায় রয়েছেন তিনি।
অপরদিকে অভিযোগকারী পিঙ্কি রায়ের আইনজীবী সৌজিত সিংহ এই প্রসঙ্গে জানান, “আমার মক্কেল গত দেড় বছর আগে বধূ নির্যাতনের শিকার হয়ে শ্বশুর বাড়ি পরিত্যাগ করতে বাধ্য হয়েছিলো ,যদিও এই মুহূর্তে আমার মক্কেল এই পরিস্থিতির মধ্যেও শ্বশুর বাড়িতে রয়েছে। এরপর সুবিচার পাবার আশায় রাজগঞ্জ থানার দ্বারস্থ হয় এবং লিখিত অভিযোগ দায়ের করে। যদিও রাজগঞ্জ থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো মামলা রুজু না করে বিষয়টি জেলা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের কাছে পাঠিয়ে দেয়। যদিও পুলিশ এই কাজ করতে পারে না। যদিও মহামান্য আদালত ইতিমধ্যে ৪৯৮( এ )আই পি সি, সহ অন্যান্য ধারায় মামলা রুজু করে তদন্ত রিপোর্ট উল্লেখিত সময়ের মধ্যে মাননীয় সি জে এম কোর্টে পেস করার নির্দেশ দিয়েছেন।”