জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ যুবকের বিরুদ্ধে

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

গ্রামের মানুষের থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে ব্যাংক অ্যাকাউন্ট খুলে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ী আউসা এলাকায়। ঘটনা জানাজানি হতেই পলাতক ওই যুবক।এদিকে ঘটনার পর আজ বুধবার গ্রামের সাধারণ মানুষ গঙ্গারামপুর থানায় অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মিনারুল মীনা, ভুক্তভোগী

উল্লেখ্য, গঙ্গারামপুর থানার ফুলবাড়ী আউসা গ্রামের বাসিন্দা রেহেন সাবেকি আধার কার্ড সংশোধন করার কথা বলে গ্রামের মানুষের থেকে আধার কার্ড নেয় বলে অভিযোগ। এরই মাঝে চলতি মাসের ১৭তারিখে ওই এলাকার দুই বাসিন্দা মামুন মিয়া ও রবিউল মিয়াকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর মামুন মিয়ার অ্যাকাউন্টে ১,৯৬,০০০ টাকা এবং রবিউল মিয়ার অ্যাকাউন্টে ১০,৯৬,০০০ টাকার লেনদেন হয়েছে এবং সবটাই হয়েছে অনলাইন মারফত। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিকে ঘটনার পর থেকে পলাতক রেহেন সাবেকি। গ্রামবাসীদের অভিযোগ, তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে টাকা লেনদেন করেছে যুবক। এমতাবস্থায় ঘটনার সঠিক তদন্তের দাবিতে বুধবার গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে গ্রামবাসী।