জুলাই 3, 2024
Latest:
ফিচারস্থানীয়

আধার কার্ড করাতে উপরি আদায়ের অভিযোগ

এনএফবি,মুর্শিদাবাদঃ

আধার কার্ড করাতে বেশি পয়সা নেওয়ার অভিযোগ উঠলো বহরমপুরে। বহরমপুর থানার চুয়াপুরে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের ভাকুড়ি শাখায় অধীক অর্থের বিনিময়ে আধার কার্ড করার অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয়দের অভিযোগ, এখানে নতুন আধার কার্ড করতে আসলে কার্ড পিছু ১৫০ থেকে ২০০ টাকা নেওয়া হয়। এদিন সংবাদ মাধ্যমের কাছে আধার কার্ড অপারেটররা কার্যত অস্বীকার করে টাকা নেওয়ার বিষয়টি। যদিও জনতার চাপাচাপিতে ও পরে হাতেনাতে প্রমাণ দেখালে তারা স্বীকার করে নেই যে তারা বাড়তি টাকা নিয়েছে। পরবর্তীতে আর এরকম হবে না বলেও তারা জানিয়েছে। পাশাপাশি ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, তিনি বারবার অপারেটরদের পয়সা না নেওয়ার জন্য অনুরোধ করেছেন। যদি কেউ এই ধরনের অন্যায় কাজ করে থাকে তার উপযুক্ত শাস্তি হোক বলেও তিনি জানান। কিন্তু তারা ব্যাঙ্ক কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়েছে বলে খবর।