জুলাই 5, 2024
Latest:
জেলা

কংগ্রেসের জয়ী কাউন্সিলার দের মিথ্যা চিঠি পাঠানোর অভিযোগ

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

আসন্ন পুরভোটে কংগ্রেস দলের জয়ী প্রার্থীরা আর প্রতিদ্বন্দ্বিতা করতে যাতে না পারেন এজন্য তাঁদের মিথ্যে চিঠি পাঠানো হচ্ছে বলে অভিযোগ করলেন পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি সমীর রায়।

বৃহস্পতিবার তিনি মেদিনীপুরে জেলা কংগ্রেসের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে জানান, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মেনে পশ্চিম মেদিনীপুর জেলার নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক রেশমি কোমল একটি চিঠি দিয়ে জানিয়েছেন, যারা ২০১৫ সালের পুরসভা নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন তাঁদের মধ্যে খড়্গপুরের বিরোধী দলনেত্রী রিতা শর্মা, ঘাটালের মিতালি মহাপাত্র, রামজীবনপুরের উত্তম মল্লিক আয় ব্যয়ের হিসাব জমা দেননি।

আরও পড়ুনঃ যাত্রী সুরক্ষায় অত্যাধুনিক রেক সিকিম-মহানন্দা এক্সপ্রেসে

কিন্তু এদিন সমীর রায় তথ্য দেখিয়ে বলেন, ২০১৫ সালের ১৯ মে তাঁরা তাদের নির্বাচনী খরচের হিসাব জমা দিয়েছেন। এর রিসিভ কপি আছে। এরপরও কি করে এই কথা বলা হচ্ছে। তাঁরা এর প্রতিবাদ জানিয়ে জেলাশাসককে লিখিত ভাবে চিঠি দিয়েছেন। একমাত্র মেদিনীপুর পুরসভার কাউন্সিলার শম্ভু চ্যাটার্জির ক্ষেত্রে জানানো হয়েছে তিনি নির্বাচনী খরচের হিসাব জমা দিয়েছেন।