জুলাই 5, 2024
Latest:
জেলাফিচার

জেলা সভাপতির বিরুদ্ধে দলীয় বিধায়কদের কুরুচিকর মন্তব্যের অভিযোগ বহিষ্কৃত বিজেপি নেতা

এনএফবি, মুর্শিদাবাদঃ

বিজেপির তিন নেতাকে বহিষ্কৃতরের প্রতিক্রিয়া জানালেন বহিষ্কৃত বিজেপির জেলা সম্পাদক পার্থ দাস। এদিন পার্থ বাবু জানিয়েছেন,” দলের বিরুদ্ধে কিছু বলা বারণ, দলে গণতান্ত্রিক পরিবেশ বিন্দুমাত্র নেই। মুর্শিদাবাদ দক্ষিণ জেলার জেলা সভাপতি শাখারভ সরকার দলকে নিজের সম্পত্তি বলে ভাবেন। গত বহরমপুর পুরসভার ভোটের সময় দলের নেতাদের গুরুত্ব দেওয়া হয়নি। অযোগ্য লোককে পুরসভার প্রার্থী করা হয়েছিল। আর সেই কারণেই কংগ্রেস দল ৬ টি আসন পেলেও বিজেপি একটিও আসন পায়নি। গত কয়েকদিন আগে জেলা সভাপতি শাখারভ সরকার আমার সঙ্গে ফোনে কথোপকথনের সময় জেলার নেতা ও বিধায়কদের সম্বন্ধে কুরুচিরকর মন্তব্য করেন, আর সেই মন্তব্য স্যোসাল মিডিয়ায় ভাইরাল হতেই আমার উপর আক্রমণ চালায় জেলা সভাপতির কাছের লোকজন। সেই কারণেই আমাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত।” এছাড়াও জেলা সভাপতির উপর দলের আস্থা না থাকার কারণে অনেক রাজনৈতিক নেতা বিজেপির পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবে পার্থ বাবু এই বহিষ্কারের সিদ্ধান্তকে সেই ভাবে পাত্তা দিচ্ছেননা। বিজেপিতে থেকেই একজন সক্রিয় কর্মী হিসাবে শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবেন বলেই জানান তিনি।