এনএফবি, জলপাইগুড়িঃ
জলপাইগুড়ি বারো নম্বর ওয়ার্ডে দেখা দিল চরম উত্তেজনা। কংগ্রেস প্রার্থীকে বুথ থেকে বার করে দেবার অভিযোগ উঠল পুলিসের এক ডিএসপির বিরুদ্ধে।
সকালে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে শুরু হলেও ,কিছুক্ষণ পরেই উত্তেজনা সৃষ্টি হয় জলপাইগুড়ি হাইস্কুলে।
কংগ্রেস দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় বাইরের লোকজন বুথের ভেতরে রয়েছে। কিন্তু পুলিসের এক ডিএসপি, কংগ্রেস প্রার্থীকেই বুথ থেকে বার করে দিচ্ছেন বলে অভিযোগ।
অপরদিকে এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী কিছুই জানেন না বলে জানেন।