এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
গত কয়েকদিন আগে প্রাথমিক স্কুলে অর্থের বিনিময়ে নিয়োগের ফলে চাকরি খুইয়েছেন ২৬৯ জন। তারই মাঝে টাকার বিনিময়ে পাঁশকুড়া পুরসভার সিএমএম ও ডিইও (CMM ও DEO) পদে নিয়োগের অভিযোগ উঠল। এই অভিযোগকে সামনে রেখে পাঁশকুড়া পুরসভার বিভিন্ন জায়গায় পড়ল লিফলেট। আগামী রবিবার, ১৯ তারিখ রয়েছে ওই দুটি পদের পরীক্ষা। তার আগেই এই ভাবে লিফলেট ছড়িয়ে রয়েছে পুরো এলাকায়। লিফলেটে লেখা রয়েছে, সিএমএম পদে প্রয়াস বর ও ডিইও পদে মিউনিসিপ্যালটির কর্মরত আইটিও কর্মচারী সৈকত দাসকে নেওয়া হবে। সৈকত দাসের চাকরি হয়ে গেলে তার আইটিও দপ্তরে নন্দ বাবুর ঘনিষ্ঠ প্রতাপপুরের সুদীপ চক্রবর্তী কে নেওয়া হবে ঠিক হয়েছে। চাকরির জন্য দিতে হবে ২০,১৫,১০ লক্ষ টাকা। লিফলেটে প্রশ্ন করা হয়েছে বেকার ছেলেদের হয়রানি করার জন্য কেন ডাকা হয়েছে? যদিও যাদের নামে লিফলেটে চাকরি পেয়েছে উল্লেখ করা হয়েছে অর্থাৎ প্রয়াস বর ও সৈকত দাস, তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি বার বার ফোন করলেও ফোন ধরেননি তারা।