জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

ডালমিয়াদের সঙ্গে সৌরভেরও নামের ফলক বসলো সিএবিতে

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

জে সি মুখোপাধ্যায়, এন ঘোষ, বিশ্বনাথ দত্তর পরে বাংলা থেকে চতুর্থ বিসিসিআই(BCCI) সভাপতি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার সৌরভের নামের ফলক বসলো সিএবিতে(CAB) বাকি তিন জনের পরেই বসলো মহারাজের নাম। প্রসঙ্গত ২০১৯ সাল থেকে সৌরভ ভারতীয় বোর্ড সভাপতির চেয়ারে বসেছেন। এরপরেই ইডেনে ভারতের মাটিতে প্রথম গোলাপি টেস্ট আয়োজন হয় সৌরভের উদ্যোগে।
১৯৫১থেকে ১৯৫৪ বোর্ড সভাপতি ছিলেন জে সি এএন ঘোষ ১৯৬৯-৭২, বিশ্বনাথ দত্ত ১৯৮৮-৯০, ২০০১ থেকে ২০০৪ জগমোহন ডালমিয়া। ২০১৯ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়।

বোর্ড সভাপতি হিসেবে মেয়াদ শেষ হয়ে গেলেও এখনই তাঁকে সরানো হচ্ছে না। ২ সপ্তাহ পর সুপ্রিম কোর্টে এই মামলার আবারও শুনানি হবে বলে জানা গেছে। লোধা কমিটির নিয়ম অনুসারে কোনও ব্যক্তি টানা ছ’বছরের বেশি ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনও পদে থাকতে পারবে না। বোর্ডের অন্তর্গত কোনও রাজ্য ক্রিকেট সংস্থার গুরুত্বপূর্ণ পদে বহাল থাকলেও, সেই মেয়াদটা ধরে নেওয়া হবে। ৬ বছর পর ওই ব্যক্তিকে তিন বছরের জন্য কুলিং অফ পিরিয়ডে থাকতে হবে। বোর্ড সভাপতি হিসেবে সৌরভের মেয়াদ আর কতদিন রয়েছে? নিয়ম অনুযায়ী গত বছর জুলাইয়ে দায়িত্ব সামলানোর মাত্র ২৭৮ দিন পরেই বোর্ড সভাপতি হিসাবে সৌরভের মেয়াদ শেষ যাওয়ার কথা। জয় শাহের তারও আগে। কিন্তু, করোনার কারণে আদালতের শুনানি ক্রমশ পিছিয়ে যাচ্ছে। সৌরভ ২০১৯ সালে বিসিসিআইয়ের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তবে ২০১৪ সালের জুলাই মাস থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের দায়িত্বে ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর তাঁর হাতে কাজ করার জন্য মাত্র ২৭৮ দিন সময় ছিল। কারণ তার আগে তিনি রাজ্য ক্রিকেট সংস্থার আধিকারিক পদে যুক্ত ছিল। সেই মেয়াদটাও যুক্ত হয়ে যায়। খাতায়-কলমে গত বছর ২৬ জুলাই তাঁর সভাপতিত্বের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল।কিছুদিন আগেই সৌরভ টুইট করে বোর্ড সভাপতির চেয়ার থেকে সরে যাওয়ার ইঙ্গিত দেন। এরপরে বোর্ড সচিব জয় শাহ স্পষ্ট জানান যে সৌরভ পদত্যাগ করছেন না সভাপতির চেয়ারেই থাকছেন।
শাহ বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্টের পদ ইস্তফা দিচ্ছেন বলে যে গুজব ছড়িয়েছে, তা তথ্যগতভাবে ভুল। সম্প্রচার স্বত্ব সংক্রান্ত বিষয়ে দারুণ সময় কাটছে। আগামিদিনে সে সুযোগ আছে, (তার সদ্ব্যবহার) এবং ভারতীয় ক্রিকেটের স্বার্থ সুরক্ষিত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

আরও পড়ুনঃ প্রতীক্ষার অবসান! প্রথম রঞ্জি জয় মধ্যপ্রদেশের – NF Bangla Private Limited (newsfrontbangla.com)