জুলাই 7, 2024
Latest:
স্থানীয়

নিখোঁজ হওয়া ছাত্রীর অপহরণের ৯ দিন কেটে গেলেও মেলেনি খোঁজ, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের

এনএফবি, কোচবিহারঃ

নিখোঁজ হওয়া ছাত্রীর অপহরণের ৯ দিন কেটে গেলেও মেলেনি খোঁজ। তাই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। গত ২১ জুন থেকে নিখোঁজ হওয়া কলেজ ছাত্রীকে অপহরণের ন’দিন পরেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এর প্রতিবাদে এদিন মাথাভাঙ্গা- শীতলকুচি সড়কের এলংমারিতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে সড়কের দুদিকে তীব্র যানজট হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ। পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রীকে উদ্ধারের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

গ্রামবাসীদের অভিযোগ, গত ২১ জুন ওই কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়। থানায় অভিযোগও জানানো হয়েছে। কিন্তু ঘটনার ন’দিন পেরিয়ে গেলেও পুলিশ ও প্রশাসন তাঁকে এখনও উদ্ধার করতে পারেনি। দ্রুত ওই ছাত্রীকে উদ্ধারের দাবিতে এদিন তাঁরা অবরোধ করেছেন। ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

নিজস্ব চিত্র

সূত্রের খবর, অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই কিন্তু পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে তল্লাশি শুরু করেছে। পুলিশ কিন্তু বসে নেই। পুলিশের একটি টিম এই অভিযুক্তকে ধরার জন্য যথাসাধ্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।

মাথাভাঙ্গার অ্যাডিশনাল এসপি অমিত ভার্মা জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে। ওই ছাত্রীর পরিবারের সঙ্গেও কথা বলা হয়েছে। দ্রুত ওই ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদী তিনি।