অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
পনেরোতম আইপিএলে নিজের সেরা ফর্মে আছেন রাজস্থান রয়্যালসের ইংল্যান্ড ব্যাটার জস বাটলার। আর শনিবারের মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে তিনি করে ফেললেন রেকর্ডও । দলকে জেতাতে না পারলেও রাজস্থানের হয়ে IPL ইতিহাসে সর্বোচ্চ রান করলেন। ভেঙে দিলেন প্রাক্তন রাজস্থান অধিনায়ক অজিঙ্ক রাহানের রেকর্ড । এদিন চলতি আইপিএলে ৯ ম্যাচে বাটলার করেন ৫৬৬ রান। কোনও একটি IPL মরশুমে বাটলারের করা এটিই এখনও পর্যন্ত সব থেকে বেশি রান। এতদিন রাজস্থানের হয়ে একটি IPL মরশুমে সব থেকে বেশি রানের নজির ছিল রাহানের দখলে। তিনি ২০১২ আইপিএলে রাজস্থানের জার্সিতে ৫৬০ রান করেছিলেন।
যদিও শনিবার বাটলার মুম্বই ম্যাচ জেতাতে পারেননি দলকে। এদিন টসে জিতে প্রথমে বল করার সিধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। রাজস্থানের হয়ে ওপেন করতে নামেন দেবদূত পাডিক্কল ও কমা টুপির মালিক বাটলার। পাডিক্কল ১৫ রান করে ফিরলেও জস বাটলার ছিলেন নিজের চেনা ছন্দেই। ৫২ বলে ৬৭ রান করেন তিনি। সঞ্জু স্যামসন করেন ১৬ রান। ড্যারিল মিচেল করেন ১৭ রান। ৯ বলে ২১ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে রাজস্থান। মুম্বইয়ের হয়ে ২ টি করে উইকেট নেন হৃত্তিক শোকেন ও রিলে মেরেডিথ। একটি করে উইকেট পান কুমার কার্তিকেয়া ও ড্যানিয়েল স্যামস।
জবাবে ব্যাট করতে নেমে ফের এদিন ব্যাট হাতে রান পাননি রোহিত। মাত্র ২ রান করে অশ্বিনের বলে আউট হন তিনি। ঈশান কিষাণ করেন ১৮ বলে ২৬ রান। এরপর সূর্যকুমার যাদব ও তলিক বর্মা কিছুটা লড়াই চালান। ৩৯ বলে ৫১ রান করেন যাদব এবং তিলক করেন ৩০ বলে ৩৫ রান। বাকি কাজটা করেন কায়রন পোলার্ড এবং টিম ডেভিড। পোলার্ড যদিও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। ১০ করে আউট হন তিনি। ড্যানিয়াল স্যামস নেমেই ছয় মেরে ম্যাচ জেতান মুম্বইকে। ডেভিড অপরাজিত থাকেন ৯ বলে ২০ রান করে। রাজস্থানের হয়ে একটি করে উইকেট পান ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণ, অশ্বিন, যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ সেন।