জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

হৃদয়ে সবসময় মোহনবাগানঃ বাবুল

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

২৯ জুলাইয়ের গুরুত্ব যে একজন মোহনবাগান সমর্থকের কাছে ঠিক কতটা, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। ১৯১১ সালে আজকের দিনেই ইস্ট ইয়র্কশায়ারকে পরাস্ত করে IFA শিল্ড জয় করেছিল। ব্রিটিশ শাসিত ভারতে এটাই ছিল দেশবাসীর ইংরেজদের বিরুদ্ধে অন্যতম বড় সাফল্য। তারপর মোহনবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রের তত্ত্বাবধানে এই দিনটা বিশেষভাবে পালন করা হয়। গত ২ বছর করোনা অতিমারির কারণে এই দিনে কোনও অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। তবে এবছর একেবারে ধুমধাম করে এই দিনটা পালন করা হচ্ছে।মোহনবাগান দিবস উপলক্ষ্যে শুক্রবার দুপুরবেলা দলের সিনিয়রদের একটি প্রীতিম্যাচের আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচ খেলতে এসেছিলেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। রাজনীতির পাশাপাশি তিনি মোহনবাগান ক্লাবকেও যে কতটা ভালোবাসেন, সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। ম্যাচের শেষে বাবুল সুপ্রিয় বললেন, “আজ একটা অভূতপূর্ব দিন। ২৯ জুলাই। ১৯১১ সালে আজকের দিনে আমরা ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়েছিলাম। ফাইনালে শিবদাস ভাদুড়ি এবং অভিলাস ঘোষ গোল করেছিলেন। আজও আমরা সেই শিবদাস ভাদুড়ি একাদশকেই জিততে দেখলাম। আমরা হেরে গেলেও একদিক থেকে পোয়েটিক জাস্টিসই হল। তবে আজ যাঁরা মাঠে খেলেছেন, তাঁরা প্রত্যেকেই উইনার।”