এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ
বালুরঘাট হাসপাতালে জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে গর্ভবতী মহিলা ও শিশুদের যাতায়াতের অ্যাম্বুলেন্স গুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়না। যে কোন সময় দুর্ঘটনার মুখে পড়তে পারে গাড়ির ড্রাইভার বা কর্মীরা। জানা যায়, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে বিনা মূল্যে গর্ভবতী মহিলা ও এক বছরের শিশুদের স্বাস্থ্য কেন্দ্রে যাতায়াত করার জন্য অ্যাম্বুলেন্স নিয়োজিত আছে প্রায় ৫জোড়া অর্থাৎ ১০টি গাড়ি সরকারি ভাবেই। কিন্তু এই সব অ্যাম্বুলেন্স গাড়ির ড্রাইভাররা আশঙ্কা করছে গাড়ির রক্ষণাবেক্ষণ ঠিক মতো হচ্ছে না। ফলে তারা গাড়ি চালাচ্ছে কিন্তু খুব আশঙ্কার মধ্যেই তাদের গাড়ি চালাতে হচ্ছে। এদিন বালুরঘাট হাসপাতালে জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের এক অ্যাম্বুলেন্স ড্রাইভার বলেন, গাড়ির টায়ারের অবস্থা ভালো নেই। তিনি বলেন, ” আমাদের গাড়িতে যে সব রোগী আসেন তারা গর্ভবতী মহিলা বা শিশু। স্বাভাবিক ভাবেই আমাদের খুব সতর্ক থেকে গাড়ি চালাতে হয়।” তবে তার অভিযোগ, যে সংস্থা এই গাড়ি গুলির দেখভালের দ্বায়িত্বে আছে তারা নিয়মিত দেখভাল করে না। জেলা শাসক জানান,”অ্যাম্বুলেন্স গুলির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য মোটর ভেহিকেলসকে বলা হয়েছে। তারপর গাড়ির অবস্থা দেখে ব্যবস্থা নেওয়া হবে।” গাড়ির কর্মীরা চাইছে অতিদ্রুত তাদের গাড়ির নিয়মিত দেখভাল হোক।