জুলাই 3, 2024
Latest:
ফিচারস্থানীয়

পুলিশের তৎপরতায় উদ্ধার হল ১১ মাসের শিশু

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

অপহরণ হওয়া ১১ মাসের শিশুপুত্র উদ্ধার করলো নন্দকুমার থানার পুলিশ। বাইক নিয়ে ধাওয়া করে তমলুক থানার নিমতৌড়ি থেকে উদ্ধার করে নন্দকুমার থানার ট্রাফিক বিভাগ ও পুলিশ বাহিনী।

জানা যায়, ভোর বেলা চণ্ডীপুর থানার বৃন্দাবনপুর ২ নম্বর অঞ্চলের কয়ালচক এলাকার বাসিন্দা সাহেদা বিবির ১১ মাসের শিশুপুত্র বাড়িতে খেলা করছিল। বাচ্চাটির মা যখন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন সেই সময় স্থানীয় এক যুবক শেখ সেরাজুল (সুবল) সুযোগ পেয়ে বাচ্চাটিকে বাড়ি থেকে চুরি করে বাইকের সামনে গামছায় বেঁধে নিয়ে পালিয়ে দেয়। এরপর বাচ্চাটির জন্য খোঁজাখুঁজি শুরু হয়। অপরদিকে প্রতিবেশি কয়েক জন ঐ যুবককে বাচ্চাটিকে নিয়ে যেতে দেখতে পায়। খোঁজা খুঁজির পর না পেয়ে ওই পরিবার চণ্ডীপুর থানার দ্বারস্থ হয়। অপর দিকে সেরাজুল বাচ্চাটির মা কে ফোন করে 2 লাখ টাকা নিয়ে আসতে বলে নন্দকুমার থানার ১১৬ বি জাতীয় সড়কের শীতলপুর এলাকায়। চণ্ডীপুর থানার থেকে খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশ তল্লাশি শুরু করে। পুলিশ কে দেখে বাইকের সামনে বাচ্চাটিকে গামছায় বেঁধে ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে মেচেদার দিকে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। নন্দকুমার থানার ট্রাফিক বিভাগ ও টিম সেরাজুল এর বাইকের পিছনে বাইক নিয়ে ধাওয়া করে।

শেষমেশ স্থানীয়দের চেষ্টায় তমলুক থানার নিমতৌড়ি এলাকা সংলগ্ন এলাকা থেকে স্থানীয়দের চেষ্টায় অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ। ধৃতের থেকে বাচ্চাটি ও বাইক বাজেয়াপ্ত করেছে নন্দকুমার থানার পুলিশ। চণ্ডীপুর থানার হাতে তুলে দেওয়া হবে ধৃতকে।