এনএফবি,মুর্শিদাবাদঃ
ইতিমধ্যেয় সিবিএসই (CBSE) বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফলাফল ঘোষণা করা হয়েছে। আর এবছর সিবিএসই (CBSE) বোর্ডের দ্বাদশ শ্রেণীতে 96.833 % নম্বর পেয়ে মুর্শিদাবাদ জেলায় সম্ভাব্য প্রথম হয়েছে কান্দির সরস্বতী দেবী পাবলিক স্কুলের ছাত্রী অনুপ্রিয়া সাহা। কান্দি থানার গোকর্ণ গ্রামে অনুপ্রিয়ার এই সাফল্যের খবর আসতেই খুশির হওয়া গোটা গ্রাম জুড়ে। গ্রামবাসীদের পাশাপাশি অনুপ্রিয়ার মা এবং বাবা তারাও তাদের মেয়ের এই কৃতিত্বে খুশি। আগামীতে পদার্থবিদ্যার অধ্যাপক হতে চায় অনুপ্রিয়া। পড়াশোনার পাশাপাশি নাচ এবং দাদার সঙ্গে গান রেওয়াজ করতেও অত্যন্ত ভালোবাসে এই কৃতি ছাত্রী। অনুপ্রিয়ার এই সাফল্য গ্রামের মুখ উজ্জ্বল করল বলে মনে করছে গ্রামবাসীরা।