জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

সেতুতে নেই ডাইভারশন, কলা বোঝাই অটো পড়ল জলাধারে

এনএফবি, আলিপুরদুয়ারঃ

উপযুক্ত ডাইভারশন তৈরী না করে ফালাকাটা ব্লকের পাঁচমাইল থেকে মাদারি হাটের রাঙ্গালীবাজনা রোডের দক্ষিণ দেওগাঁও ভাঙার পাড়ে নব নির্মিত সেতুর কাজ শুরু করায় ক্ষোভ এলাকাবাসী সহ পথচারীর। উপযুক্ত ডাইভারশন না থাকায় ঘটছে দুর্ঘটনা। বুধবার সকালে সংশ্লিষ্ট এলাকায় একটি কলা বোঝাই অটো রিকশা পাশের জলাধারে উল্টে গিয়ে বিপত্তি ঘটে।অল্পের জন্য প্রাণে বেঁচে যান অটো রিকশা চালক বলে খবর। এরপর স্থানীয়দের চেষ্টায় অটো রিকশাটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ সঠিক পরিকল্পনা ছাড়াই সেতু নির্মাণে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। উপযুক্ত ডাইভারশন তৈরি না করে সেতু নির্মাণ করা হচ্ছে, দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই প্রসঙ্গে দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রহিফুল আলম জানান, ডাইভারশন তৈরির কাজ চলছে, সেখানে বাধা না মেনে অটো রিকশা জোরপূর্বক ঢুকে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে ।

আরও পড়ুনঃ গৃহবধূকে খুনের অভিযোগে গ্রেফতার প্রেমিক