জুলাই 1, 2024
Latest:
ক্রীড়া

কলকাতায় দ্বিতীয় ইনিংসের জন্য পা রেখে আবেগতাড়িত কিবু

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের হয়ে কোচিং করাতে কলকাতায় পা রাখলেন আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনা। কিবুকে আনতে উপস্থিত ছিলেন দলের অন্যতম কর্তা প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচাৰ্য্য। তাকে শুভেচ্ছা জানাতে দর্শকদের ঢল নেমেছিল। এদিন কিবু জানালেন,”কলকাতায় কোচিং করাতে আসা সব সময়েই উত্তেজনার। এখানকার মানুষ যে ভাবে ফুটবলটা বোঝে, সেটা অতুলনীয়। ভাবিনি এত লোক আমাকে স্বাগত জানাতে আসবে। এরপরে তিনি জানালেন শুরুতেই সাহসী কোচিং করানোর পরিকল্পনা নেই ধাপে ধাপে এগোতে চাই । দলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি ।”
এরপরে মোহনবাগানের হয়ে আই লিগ জয়ের স্মৃতি তে গিয়ে জানালেন “কল্যাণীতে সেই ম্যাচে মানুষের অফুরান ভালবাসা পেয়েছিলাম। ফুটবল নিয়ে এখানকার মানুষের আবেগ দেখেছি। সেগুলো ভোলার নয়।”
মানস ভট্টাচাৰ্য জানালেন,”ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো আমাদের নতুন ক্লাবকে যে এতো মানুষ ভালোবাসছে সেটা দেখেও ভালোই লাগছে। আশা করছি সব ভালো হবে।”

২০১৯-২০ মরশুমে মোহনবাগানকে আই লিগ জেতান কিবু। এরপরে আইএসএল কেরালা ব্লাস্টার্স এর হয়েও কোচিং করালেও সাফল্য পাননি। এবার এই স্প্যানিশ কোচের হাত ধরেই সাফল্য পেতে মরিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব।
ইতিমধ্যেই তীর্থঙ্কর সরকার, অভিষেক দাসের সঙ্গে ময়দানে পরিচিত মুখ ফুলচাঁদ হেমব্রম, গৌতম কুজুর, সন্দীপ পাত্ররা সই করেছেন দলে। কিবু এসে দলে বিদেশি ফুটবলার নিয়ে আসবেন।
গত পয়লা বৈশাখে বারপুজো বাটানগরে অভিষেকের হাত ধরে আত্মপ্রকাশ হয় ডায়মন্ড হারবার ক্লাবের।ক্লাবের স্লোগান
‘দমদার হারবার ডায়মন্ড হারবার ।’
অভিষেক বলেন, ‘‘এমপি কাপ করতে গিয়ে দেখেছি এখানে সুযোগ সুবিধার সমস্যা রয়েছে। এখানে খেলোয়াড়ের অভাব নেই। বাইরে থেকে লোক এসে এখান থেকে ফুটবলার নিয়ে যায়। আমরা ফুটবলারদের সব রকম সুযোগের দিকে খেয়াল রাখব। প্রতিভার প্রতি অবিচার হবে না।’’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এও জানিয়েছেন, এই ক্লাবে রাজনীতি চলবে না, যারা যোগ্য তাদের প্রতি ভাবা হবে। রাজনীতির ময়দানে রাজনীতি হবে, এই ক্লাবে রাজনীতি চলবে না। আমি অনুরোধ করব জাতি, ধর্ম নির্বিশেষে এই ক্লাবের সঙ্গে সহযোগিতা করুন। আপনি বিজেপি করলেও স্বাগত, আপনি তৃণমূল করলেও স্বাগত। আপনি সিপিএম করলেও স্বাগত, আপনি কংগ্রেস করলেও স্বাগত। রাজনীতি করলেও স্বাগত, না করলেও স্বাগত। ডায়মন্ড হারবার সবার। আমাদের নেত্রী বলেছিলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলব, রাজনীতি যার যার, ফুটবল সবার।’’