জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

২০১১ সালে ভারত বিশ্বকাপ জিততে পারে বিশ্বাসই করতে পারেনি দলের এক গুরুত্বপূর্ণ সদস্য

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ভারতীয় দলে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের মনোবিদ প্যাডি আপটন। ২৮ বছর পরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত বিশ্বকাপ জেতে। তবে তখনকার ভারতীয় দলের মনোবিদ প্যাডি বিশ্বাসই করতে পারেননি যে ভারত বিশ্বকাপ জিততে পারে। এদিন এক সাক্ষাৎকারে তিনি জানান,”বিশ্বকাপের ১০ মাস আগে এশিয়া কাপ ফাইনাল ছিল। শ্রীলঙ্কার মাটিতে ওদের বিরুদ্ধে খেলতে নামার প্রস্তুতি নিচ্ছিলাম। কোচ গ্যারি কার্স্টেন তখন হঠাৎই জিজ্ঞাসা করল, ‘এটা যদি বিশ্বকাপ ফাইনাল হত তা হলে কি আমরা জিততে পারতাম?’ গ্যারি, আমি এবং এরিক সিমন্স (বোলিং পরামর্শদাতা) কিছু ক্ষণ ভেবে বুঝতে পারি সম্ভব নয়। তার অন্যতম কারণ হলো দেশের মাটিতে দেশের সমর্থকদের সামনে বিশ্বকাপ আর, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনাল, সচিন তেন্ডুলকরের শেষ ম্যাচ তার ঘরের মাঠে এই ধরনের চাপ এই দলের কোনও ক্রিকেটারের নেওয়ার ক্ষমতা ছিল না । তাই চাপের মুহূর্তে খেলার জন্য ক্রিকেটারদের প্রস্তুত করাই । মুম্বইয়ে ফাইনালের পেপটক প্রত্যেক টিম মিটিংয়ে থাকত। ক্রিকেটারদের মাথার মধ্যে ফাইনাল খেলার ব্যাপারটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। সে কারণেই ফাইনালের আগে আমাদের চাপ সবচেয়ে কম ছিল। বড় ম্যাচে চাপ নেওয়ার পরিস্থিতি তৈরী না থাকলে যুদ্ধ জেতা যায় না ।” ২০১১ বিশ্বকাপে ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ট্রফি ঘরে তোলে।

আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য হেড কোচ রাহুল দ্রাবিড়ের সহযোগী স্টাফের দলে থাকবেন প্যাডি। মোট চার মাস। ৯ বছর ধরে আইসিসি ট্রফি আসেনি ভারতে তাই চলতি বছর অস্ট্রেলিয়ায় আয়োজিত টি২০ বিশ্বকাপ জিততে মরিয়া টিম ইন্ডিয়া। মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২৩ অক্টোবর টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত।