অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
আগামী ৩০ জুলাই ৪০ বছরে পড়বেন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন। কিন্তু সিংহ গর্জনের তেজ এতটুকু কমেনি। যতদিন যাচ্ছে ততই নিজেকে ধারালো করে চলেছেন অ্যান্ডারসন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন মাইলস্টোন লিখলেন জিমি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার হিসাবে ৬৫০ উইকেটের মালিক হলেন জেমস অ্যান্ডারসন। তাঁর আগে শুধু আছেন প্রয়াত অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্ন এবং মুথাইয়া মুরলিথরণ। ওয়ার্ন এর উইকেট সংখ্যা ৭০৮ এবং মুরলির ৮০০। তবে একজন পেসার হিসেবে এই নজির অনবদ্য। সোমবার নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামকে সাজঘরে ফেরনোর পরই ৬৫০ উইকেটের মালিক হলেন অ্যান্ডারসন।
ঘরের মাঠে দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে নেমেছে ইংল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেমেছে ইংল্যান্ড। কিছুদিন খারাপ ফর্ম থাকলেও জিমি ফর্ম ফিরে পেয়েছেন। লর্ডসে টেস্টে বিশ্ব রেকর্ড গড়া হয়নি। অপেক্ষায় ছিল টেন্ট ব্রিজে। টেন্ট ব্রিজ টেস্ট শুরু হওয়ার সময় জেমস অ্যান্ডারসনের ঝুলিতে ছিল ৬৪৬টি টেস্ট উইকেট। বিশ্ব রেকর্ড গড়ার থেকে মাত্র চারটি উইকেট পিছনে ছিলেন তিনি। প্রথম ইনিংস থেকেই দুর্ধর্ষ মেজাজে ছিলেন জেমস অ্যান্ডারসন। কিন্তু সেই ইনিংসে তিন উইকেট নিয়েই থামতে হয়েছিল জেমস অ্যান্ডারসনকে। নিউজিল্যান্ড শিবিরের টপ অর্ডারকে একাই ধসিয়ে দিয়েছিলেন তিনি। ২৬ রানে টম ল্যাথামকে ফিরিয়ে দিয়েছিলেন। এরপরই আরেক কিউই তারকা ডেভন কনওয়েকে ৪৬ রানে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন জিমি। সেই ইনিংসে মিচেল ব্রেসওয়েলও ছিল জেমস অ্যান্ডারসনেরই শিকার। যদিও ব্রিটিশ বাহিনী অবশ্য নিউজিল্যান্ডের বড় রান আটকাতে পারেনি। তবে ২৭ ওভারে ৬২ রান দিয়ে ৩ উইকেট নেন অ্যান্ডারসন । এরপরে দ্বিতীয় ইনিংসে বাকি কাজটা সেরে নেন জিমি।
ইংল্যান্ড ৫৩৯ রান করে । ১৪ রানে এগিয়ে থেকেই ব্যাটিংয়ে নেমেছিল নিউজিল্যান্ড।