জুলাই 5, 2024
Latest:
রাজ্য

ঝিরঝিরে বৃষ্টিতেই শুরু অষ্টমীর অঞ্জলী

এনএফবি, কলকাতাঃ

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছিল পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সপ্তমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা। আর ষষ্ঠীর রাত থেকই তার প্রতিফলন দেখতে পাওয়া গেছে। কলকাতা শহরে ভারী বৃষ্টির জেরে একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছিল। প্যান্ডেলের সামনে জল জমে যেতে দেখা যায়। সেই হাঁটুজল পেরিয়েই প্যান্ডেল হপিং চলতে থাকে। বৃষ্টি কোনওভাবেই পুজো স্পিরিটকে নষ্ট করতে পারেনি।

তবে সপ্তমী নির্বিঘ্নে কাটলেও অষ্টমীর সন্ধ্যাও কি ভাসাবে বৃষ্টি? এই আশঙ্কাতে আগেভাগেই সকাল থেকে ঠাকুর দেখার পরিকল্পনা করে ফেলেছে অনেকে।

সকাল থেকেই শুরু হয়ে গেছে মহাষ্টমীর অঞ্জলী। সোমবার দিনভর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে অষ্টমীর প্যান্ডেল হপিংয়ের প্ল্যান যে কিছুটা হলেও মাটি হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

YouTube player