অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। দলে রয়েছেন টেস্ট ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া কুইন্টন ডি’কক। প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে অভিষেক ঘটে দক্ষিণ আফ্রিকার পেস বোলার মার্কো জানসেনের। একদিনের দলেও জায়গা পেয়েছেন তরুণ পেসার। তবে চোটের কারণে দল থেকে বাদ পরেছেন এনরিখ নোখিয়া। দলে ফিরেছেন ওয়েন পারনেল, সিসান্দা মাগালা এবং জুবের হামজা। রয়েছেন আক্রমণাত্মক ব্যাটসম্যান ভ্যান ডের দুসেন ও অভিজ্ঞ ডেভিড মিলারও। তবে দলে সুযোগ পাননি আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে দুরন্ত ফর্মে থাকা ফাফ দু প্লেসি। ঘরের মাঠে ১৭ জনের দল নিয়ে তিন ম্যাচের সিরিজ খেলতে নামবে প্রোটিয়া বাহিনী। একদিনের দলের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তেম্বা বাভুমার কাঁধে। বাভুমার ডেপুটি হিসাবে থাকবেন স্পিনার কেশব মহারাজ।
১৯ জানুয়ারি থেকে শুরু হবে এই ওডিআই সিরিজ। সিরিজের প্রথম দুটি ম্যাচই হবে পার্লেতে এবং শেষ ম্যাচটি কেপ টাউনে। ভারতের হয়ে একদিনের সিরিজে রোহিত শর্মার অনুপস্থিতিতে দায়িত্ব সামলাবেন লোকেশ রাহুল।