জুলাই 8, 2024
Latest:
ফিচাররাজ্য

রাজ্যে চুক্তি ভিত্তিক চাকরির ঘোষণা

এনএফবি, কলকাতাঃ

রাজ্যে কর্মসংস্থান সৃষ্টিতে বড় সিদ্ধান্ত রাজ্যমন্ত্রিসভার। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদমাধ্যমকে জানালেন পার্থ চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম। জানা গেছে, স্বাস্থ্য দফতরে ১১ হাজার ৫৫১ জনকে চুক্তি ভিত্তিক এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ করবে রাজ্য। খাদ্য দফতরে ৩৪২ জন ডেটা এন্ট্রি অপারেটর চুক্তি ভিত্তিক নিয়োগ করা হবে। এরইসঙ্গে গত বছর হুগলি এবং মুর্শিদাবাদে বজ্রপাতে মৃত্যু হয়েছিল ২৬ জনের। মৃতদের পরিবারের সদস্যদের চাকরি দেবে রাজ্য সরকার। এর পাশাপাশি মগরাহাট কাণ্ডে নিহত দু’জনের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

পাশাপাশি জানা গেছে, রাজ্যের ট্রাক টার্মিনালগুলি অধিগ্রহণ করবে সরকার। এগুলিতে বিভিন্ন বেনিয়মের অভিযোগ আসছিল। তাই টার্মিনালগুলি অধিগ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানকার কর্মীদের চুক্তিভিত্তিক চাকরি দেবে রাজ্য। এতদিন তাদের বেতন কাঠামোয় ভিন্নতা ছিল। এবার আর সেটা হবে না। রাজ্য সরকার চুক্তির ভিত্তিতে তাঁদের বেতন দেবে।