জুলাই 5, 2024
Latest:
জেলাসংবাদ

বাংলাদেশী নাগরিকের সাজা ঘোষণা

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

কেরলে কাজের জন্য বাংলাদেশ থেকে আগত এক শ্রমিককে খুনের অপরাধে সাজা ঘোষণা করলো বালুরঘাটে শহরের জেলা আদালত। ২০১৭ সালের শেষের দিকে ওই বাংলাদেশী নাগরিক কেরলে কাজ করতে গিয়ে সেখানে কেরলেরই একজনকে খুন করে ভারতের হিলি সীমান্ত দিয়ে পালাতে গেলে হিলি বর্ডারের কর্তব্যরত বিএসএফ এর হাতে ধরা পড়ে। বিএসএফ ওই ব্যাক্তি কে আটক করে হিলি থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃতের নাম আল মহম্মদ।বাড়ি বাংলাদেশের নবাব গঞ্জের চাপাই ডাংগা গ্রামে বলে জানা যায়।

জানা যায় হিলি থানার পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদের পর দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের জেলা আদালতে পাঠায়। আজ আদালতের পক্ষ থেকে ওই ধৃত আল মামুদ কে জেলা ফার্স্ট কোর্টের বিচারক তাকে ৫বছরের স্বশ্রম কারাদন্ড ও ১০০০০ টাকা জরিমানা করেন ও অনাদায়ে আরও ছয়মাস কারাদন্ডাদেশ দেন বলে জানান সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী।

ঋতব্রত চক্রবর্তী, আইনজীবী। নিজস্ব চিত্র