এনএফবি, নিউজ ডেস্কঃ
বৃহস্পতিবার আসন্ন চার পুরনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। এদিন কালীঘাটে দলনেত্রীর বাড়িতে বৈঠকেই প্রার্থী তালিকা চূড়ান্ত হয়। সূত্রের খবর, প্রার্থী তালিকা চূড়ান্ত করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সি। বৈঠকে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। কলকাতার মতোই কোনও পুরনিগমেই মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে না দল। ফল ঘোষণার পর দল মেয়র নির্বাচন করবে।
বিধাননগর পুর নির্বাচনের প্রার্থী তালিকায় বড় চমক। প্রার্থী হচ্ছেন প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। তাঁর ৩১নং ওয়ার্ডেই প্রার্থী হচ্ছেন এই বিজেপি ফেরত তৃণমূল নেতা। অন্যদিকে ২৯ নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী। টিকিট পাননি ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়, কিংবদন্তী ফুটবলার শৈলেন মান্নার কন্যা নীলাঞ্জনা মান্নাকেও প্রার্থী করা হয়নি। প্রার্থী হয়েছেন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী। জল্পনা ছিল বিধাননগরে প্রার্থী হতে পারেন মন্ত্রী সুজিত বসু। তবে সেই জল্পনা সত্যি হয় নি।