জুলাই 5, 2024
Latest:
ফিচাররাজ্য

বুধবার শেষ পর্যন্ত সিবিআই দফতরে হাজিরা দেবেন অনুব্রত?

এনএফবি, কলকাতাঃ

গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দফতরে হাজির থাকার কথা অনুব্রত মন্ডলের। বুধবার সকাল ১১টার সময় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আঞ্চলিক অফিস কলকাতার নিজাম প্যালেসে হাজির হওয়ার কথা জানিয়ে গত সপ্তাহে নোটিশ পাঠানো হয় তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে। সংবাদ সূত্রে জানা গেছে, অনুব্রদত মঙ্গলবার সন্ধ্যায় বীরভূম থেকে কলকাতা এসে পৌঁছান তিনি। চিনার পার্ক এলাকায় নিজের ফ্ল্যাটেই আছেন তিনি। তবে আজ তদন্তকারীদের মুখোমুখি হবেন কি না তা এখনও স্পষ্ট নয়।
এর পূর্বে ২০২১ থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত চার দফায় হাজিরার নোটিশ সিবিআই। প্রতিবারই শারীরিক অসুস্থতার কথা জানিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। চতুর্থ দফায় তলবের নোটিশ পেয়ে সিবিআইয়ের কড়া পদক্ষেপের হাত থেকে ‘রক্ষা কবচ’ চেয়ে কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চে আবেদন করেন। বিচারপতি রাজশেখের মান্থার ডিভিশন বেঞ্চ তৃণমূল নেতার এই আবেদন খারিজ করে দিয়ে তদন্তে সহযোগিতার নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে রক্ষা কবচের জন্য আবেদন জানান। সম্প্রতি সেই আবেদনও খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। আবেদন খারিজ হওয়ার পরেই বুধবার তাঁকে তলব করে ফের নোটিশ জারি করে সিবিআই।

তা হলে শেষ পর্যন্ত তদন্তকারীদের সামনে হাজিরা দিতে চলছেন বীরভূমের দাপুটে এই তৃণমূল নেতা? এ প্রশ্নের উত্তর অবশ্য এখনও পর্যন্ত অজানা। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত জানা গেছে, এখনও পর্যন্ত কোনও হাসপাতালে ভর্তি হননি অনুব্রত।