জুলাই 1, 2024
Latest:
ফিচাররাজ্য

অনুব্রত কন্যা সুকন্যার নামেও সম্পত্তির হদিশ, তদন্তে সিবিআই

এনএফবি,কলকাতাঃ

সিবিআই-এর নজরে এবার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডলের সম্পত্তি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, ২০২১ সালে বোলপুর এলাকায় পৃথক ৬টি জমি কেনেন সুকন্যা মন্ডল। দুটি জমি বোলপুরের মকরমপুর মৌজায়। চারটি জমি বোলপুর ব্লকের বল্লভপুর মৌজায়। জমি কেনার টাকার উৎস কি? তদন্ত শুরু করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা।

অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও দৃষ্টিপাত করেছে গোয়েন্দারা। বাবার সঙ্গে ক’টি অ্যাকাউন্ট জয়েন্টে রয়েছে, তাঁর নিজের নামে কত সম্পত্তি রয়েছে? গরু পাচারের টাকাও কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ত, সে সব বিষয়গুলো খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনুব্রতর কর্মচারী-দেহরক্ষী-সহ ১২-১৫ জনের ওপর ইতিমধ্যেই নজর রেখেছে সিবিআই।

জানা গেছে, চিনার পার্কেও অনুব্রতর বেশ কয়েকজন পরিচিত রয়েছে, তাঁদের ওপরেও নজর রয়েছে তদন্তকারীদের। অনুব্রতর ঘনিষ্ঠদের নামে সম্পত্তির খোঁজ মিলেছে। গরুপাচার মামলায় ইতিমধ্যেই সিবিআই ৮০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করেছে। তাতে  ৪৫টি সম্পত্তির উল্লেখ রয়েছে। জানা যাচ্ছে, এই সম্পত্তিগুলির বেশ কিছু অনুব্রতর নিজের নামে রয়েছে। কিছু সম্পত্তি অনুব্রত ও সায়গলের নামে,  কিছু সম্পত্তি অনুব্রতর পরিবারের সদস্যদের নামে আছে রয়েছে। এবার সেই নামগুলির একটি তালিকা তৈরি করে সেই বিষয়ে বিশেষ ভাবে দৃষ্টি নিবদ্ধ করতে চাইছেন তদন্তকারীরা।