অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
স্বামী বিরাট কোহলির টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার পরে তার পাশে দাঁড়িয়ে আবেগঘন পোস্ট করলেন স্ত্রী অনুষ্কা শর্মা। এদিন অনুষ্কা টুইট করেন,”যখন ধোনি টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেয় অস্ট্রেলিয়ায়, তুমি ক্যাপ্টেন হও। তখন ধোনি মজা করে বলেছিল যে তোমার দাড়িও এবারে সাদা হবে। সেটা হয়, কিন্তু ২০১৪ সালে তখন আমাদের বয়স অনেক কম ছিল। তখন শুধু ভালো জিনিসের কথা ভাবতাম। জীবনে সব কিছু পজিটিভ হওয়ার কথা ভাবতাম। সেই ভালো অবশ্যই হয়েছে তবে তার জন্য অনেক চ্যালেঞ্জও সামলাতে হয়েছে আমাদের। যে চ্যালেঞ্জ তুমি সামলে এসেছ, তা শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও সামলেছ। কিন্তু এটাই তো জীবন। যেখানে তুমি অল্প কিছু প্রত্যাশা করবে, কিন্তু অনেকটা বেশি তোমাকে চাইতে হবে। আমি গর্বিত, তোমার ভালো চিন্তাধারার মধ্যে কখনও কিছু খারাপ হতে দাওনি।”