জুলাই 1, 2024
Latest:
ক্রীড়া

বাংলার রঞ্জি দলে সুযোগ হল অনুস্টুপের, দলে রবি কুমারও

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আসন্ন রঞ্জি ট্রফির জন্য ২২ জনের দল ঘোষণা করল বাংলা। শুভময় দাসের নেতৃত্বে নির্বাচক কমিটি যে দল বেছে নিয়েছে সেই দলে জায়গা পেয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। এছাড়া বাংলা দলে সুযোগ হয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করা তরুণ বাঁহাতি পেসার রবি কুমার। দলে জায়গা করে নিয়েছেন যুব বিশ্বকাপে সুযোগ পাওয়া চন্দননগরের তরুণ উইকেটরক্ষক অভিষেক পোড়েলও। বাংলা দলের নেতৃত্ব থাকছে অভিমন্যু ঈশ্বরণের হাতে। এছাড়া ইশান পোড়েল, শাহবাজ আহমেদ, সুদীপ চট্টোপাধ্যায় আছেন।

এখন আইপিএল (ipl) ও ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে মন দিতে চান, তাই সিএবি (cab) কর্তারা অনুরোধ করলেও ঋদ্ধিমান সাহা রঞ্জি খেলতে আগ্রহ প্রকাশ করেননি। বরং ঋদ্ধিও তরুণদের সুযোগ করে দিতে চান। একইসঙ্গে গত কয়েকমাস ধরে ২০২০ সালে বাংলাকে রঞ্জিতে তোলার নায়ক অনুস্টুপ মজুমদারকে, সৈয়দ মুস্তাকে বাদ দেওয়া হলেও রঞ্জি দলে আছেন বাংলা ক্রিকেটের রুকু।

শেষবার তিন দশক আগে সম্বরণ বন্দোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা দল রঞ্জি চ্যাম্পিয়ন হয়। কিন্তু এরপরে তিনবার ফাইনাল খেললেও বাংলায় রঞ্জি আসেনি। শেষবার ২০২০ সালে অভিমন্যু ঈশ্বরণের ক্যাপ্টেন্সি ও অরুণ লালের কোচিংয়ে বাংলা ফাইনালে সৌরাষ্ট্রর কাছে পরাজিত হয়। এবারে এই জুটি রানার্স না চ্যাম্পিয়ন হতে চায়। গত মরশুমে করোনার জন্য রঞ্জি হয়নি। এবারে বাংলা ওড়িশার বিরুদ্ধে রঞ্জি অভিযান শুরু করবে।

এক নজরে বাংলা দল- অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, অভিষেক রমন, সুদীপ ঘরামি, অভিষেক দাস, ঋত্বিক চট্টোপাধ্যায়, ঋত্বিক রায় চৌধুরী, অভিষেক পোড়েল, শাহবাজ আহমেদ, সায়ন শেখর মণ্ডল, আকাশ দীপ, ঈশান পোড়েল, মুকেশ কুমার, কাজী জুনেইদ সইফি, শাকির হাবিব গাঁধী, প্রদিপ্ত প্রামানিক, গীত পুরি, নীলকণ্ঠ দাস, করণ লাল এবং রবি কুমার।